
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১০:৩৯ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করা নারায়ণগঞ্জে নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার মূল অভিযুক্তকে হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প।
র্যাব সূত্রে জানা গেছে, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার বলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি অপু (২৫), পিতা হিরা, সাং—মহসিন ক্লাবের গলি, গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জে শিশু সানজিদা (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত অপু ও তার সহযোগীরা নৈশ প্রহরী আবু হানিফ (৩০)-কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীতে সুন্দরবন মাঠ ও পরবর্তীতে জোড়া ট্যাংকির মাঠে নিয়ে ধারাবাহিকভাবে নির্মমভাবে মারধর করা হয়।
এক পর্যায়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে নির্জন স্থানে নিয়ে অভিযুক্তরা ইট, ঘুষি, লাথি ও আঘাতে হানিফের মাথা থেঁতলে দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলেও রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক প্রধান আসামিকে শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অবশেষে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।