• ঢাকা শুক্রবার
    ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

বাউফল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:৫৯ পিএম

বাউফল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির ২০২৫–২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা এএসএম এনামুল হক সায়েম এবং প্রিজাইডিং কর্মকর্তা ও বাউফল সরকারি কলেজের প্রভাষক বাদল কুমার দাস।

এছাড়া অনুষ্ঠানে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সাংবাদিকদের অধিকার রক্ষা, সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকা এবং বাউফলের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ