• ঢাকা রবিবার
    ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ফরিদপুরে আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে বিএনপি কমিটি বিক্ষোভ ও মশাল মিছিল

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:১৪ পিএম

ফরিদপুরে আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে বিএনপি কমিটি বিক্ষোভ ও মশাল মিছিল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি নেতাদের নিয়ে উপজেলা বিএনপি’র নতুন কমিটি গঠনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।  

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা ওই কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও পরে মশাল মিছিল করেন।

উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিকেলে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সন্ধ্যায় পদবঞ্চিতরা মশাল হাতে আরেকটি প্রতিবাদী মিছিল বের করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করে জানান,
“ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মোটা অংকের বিনিময়ে আওয়ামী লীগপন্থি নেতাদের পুনর্বাসন করে বিএনপি কমিটি গঠন করেছেন।”

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন, “আওয়ামী লীগপন্থি কমিটি বাতিল করো!”, “বিএনপি দলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করো!”
বিক্ষোভকারীরা দ্রুত এই ‘বিতর্কিত কমিটি’ ভেঙে দেওয়ার দাবি জানান।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ