 
              প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১১:২৪ এএম
 
                 
                            
              নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার সজোরে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই যাত্রী হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার বাসিন্দা আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোণা সদর উপজেলার আসদআটি গ্রামের শহিদ মিয়া (৪২)।
দুর্ঘটনায় আহতদের মধ্যে নিহত শহিদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি বিকল হওয়ায় মহাসড়কের এক পাশে দাঁড়িয়েছিল। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মো. শহিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      