• ঢাকা শনিবার
    ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

‘রিটার্নিং কর্মকর্তা আসনের সব সেন্টার বাতিল করতে পারবেন’

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:৪১ পিএম

‘রিটার্নিং কর্মকর্তা আসনের সব সেন্টার বাতিল করতে পারবেন’

পটুয়াখালী প্রতিনিধি

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এবার আরপিওতেও সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার আইনি ক্ষমতা রয়েছে, তিনি যদি যৌক্তিক মনে করেন কোনো একটি আসনের সব সেন্টার বাতিল করে দিতে পারবেন। তার অর্থ এই না যেনতেনভাবে একটি আসনের নির্বাচন বাতিল করে দেবে। 

শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে পোস্টার থাকবে না, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে। সেই ক্ষমতাটা কী? প্রিসাইডিং অফিসার যদি বলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে- আমি সেন্টারের ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম। আমরা সেটা গ্রহণ করব।

সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে- এ নির্বাচনের পেছনে প্রত্যেকটি টাকা সাধারণ খেটেখাওয়া মানুষের টাকা। এ নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় হবে, সেটার অপব্যবহার যাতে না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

কুয়াকাটা পর্যটন কেন্দ্রের কোডেক ট্রেনিং সেন্টারের সভাকক্ষে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিস এ কর্মশালার আয়োজন করে।

বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মুহাম্মদ মোস্তফা হাসান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ প্রমুখ। 

কর্মশালায় পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকি, রাঙ্গাবালীসহ আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ