• ঢাকা রবিবার
    ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

ফ্যাসিস্ট সহায়তার কারণে জাতীয় পার্টির ভোটাধিকার নেই: সারজিস

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৪:১১ পিএম

ফ্যাসিস্ট সহায়তার কারণে জাতীয় পার্টির ভোটাধিকার নেই: সারজিস

ময়মনসিংহ ব্যুরো

ফ্যাসিস্টদের সহায়তার অপরাধ মাথায় নিয়ে নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে এনসিপির ময়মনসিংহ জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সাক্ষাৎকার শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, গণহত্যার মাধ্যমে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, তাদের পক্ষেই এখনেও কথা বলছে জাতীয় পার্টি। সুতরাং দোসরদের কোনো সুযোগ দেয়া যাবে না।

নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইসি যদি আগের মত  দলীয় কোন কমিশনে পরিণত হয়। তাহলে তাদের পরিণতি পূর্বসূরীদের মতই হবে।

আর্কাইভ