• ঢাকা মঙ্গলবার
    ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:৪২ পিএম

৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১২

সিটি নিউজ ডেস্ক

দেশের ৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) নোয়াখালীতে ৫ জন, হবিগঞ্জে ৩ জন, টাঙ্গাইলে ২ জন ও ঝিনাইদহে ১জন মারা গেছেন।

দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার জামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। এসময়, গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। অন্যদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় দু‍‍`টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হন ৩ জন। আহত হয় আরও অন্তত ৩০ জন।

স্থানীয়রা জানায়, সিলেটগামী এনা পরিবহনের সাথে ঢাকাগামী রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও একজন। দুর্ঘটনায় সড়কের দু‍‍`পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক রহিজ সিকদার এবং রিকশার যাত্রী রশিদ আব্দুল হামিদ। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী ফ্লাইওভার দিয়ে পার হচ্ছিল। এসময় পাশে থাকা অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসলে সেটিকে চাপা দেয় বাস। আহত দুইজনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়াও  ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সকালে সজীব হোসেন মোটরসাইকেলযোগে কলেজে যাওয়ার পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্পা (আলমসাধু) গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ