• ঢাকা বুধবার
    ০৫ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

কক্সবাজারে বাস–মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১২:২৯ পিএম

কক্সবাজারে বাস–মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৫ জন। আহত হয়েছেন আরও ২ জন।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে চকরিয়ার ফাসিয়াখালী হাঁসেরদীঘি এলাকায় এই দুর্ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাঁসেরদীঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মারসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের দুই পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ