• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় কালো পতাকা মিছিল

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:৩০ পিএম

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় কালো পতাকা মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড পর্যন্ত বৃহত্তর মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালিগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে।

বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমাদের ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে । দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে জানান তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ