প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:৩১ পিএম
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সিঁড়ির চালা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (১৯ নভেম্ব) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে বাঘের বাজার সিঁড়ির চালা এলাকায় এরোসল তৈরির একটি কারখানায় আগুন লাগে। কারখানার ভেতর কেমিক্যাল জাতীয়দ্রব্য থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানাটিতে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা কাজ করছেন। কারখানারটি কেমিক্যালের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।