• ঢাকা বুধবার
    ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

পাঁচ দশক পর কলেজ প্রতিষ্ঠাতাকে স্মরণ : মরহুম সৈয়দ আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৪১ পিএম

পাঁচ দশক পর কলেজ প্রতিষ্ঠাতাকে স্মরণ : মরহুম সৈয়দ আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা

পটুয়াখালী প্রতিনিধি

বাউফলের শিক্ষা আন্দোলনের প্রবাদপুরুষ, বাউফল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট রাজনীতিক মরহুম আলহাজ্জ সৈয়দ আহমেদকে তাঁর ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে এলাকাবাসী। দীর্ঘ পাঁচ দশক পর তাঁর শিক্ষাবিষয়ক অবদানকে তুলে ধরতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক এনামুল হক সায়েম এবং মরহুমের কনিষ্ঠ ছেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী ও মানবিক সমাজচিন্তক। তাঁর হাতেই প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ আজ এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে। শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, তাঁর স্বপ্ন ও আদর্শ বাউফলের মানুষের পথচলায় চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশপ্রেমিক, সৎ ও আদর্শবান ব্যক্তিত্ব হিসেবে তিনি এই অঞ্চলের শিক্ষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন।

আলোচনা শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ