প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম
ফরিদপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে জাকারিয়া সজিব মোল্যা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) ভোররাতে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সজিব মধুখালী পৌরসভার মেছড়দিয়া এলাকার সাহেদ মোল্যার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি মাদ্রাসার ক্রীড়া অনুষ্ঠানে সজিবের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে গত বুধবার (১৯ নভেম্বর) তারা ফরিদপুর শহরে ঘুরতে আসে। একপর্যায়ে শহরের বেইলী ব্রিজ এলাকায় সজিব কৌশলে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে কিশোরীকে পান করায়। এতে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে অজ্ঞাত একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়।
পরে অসুস্থ অবস্থায় কিশোরীকে মধুখালী উপজেলা শহরে নিয়ে একটি অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে গিয়ে কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং তার রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যে হোটেলে ঘটনাটি ঘটেছে, সেটি শনাক্ত করতে তদন্ত চলছে।