• ঢাকা সোমবার
    ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সাতক্ষীরা-২২ আসনে বিএনপি মনোনয়ন ঘিরে বিক্ষোভ, মশাল মিছিল করলেন ক্ষুব্ধ নেতাকর্মীরা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১০:৩৭ পিএম

সাতক্ষীরা-২২ আসনে বিএনপি মনোনয়ন ঘিরে বিক্ষোভ, মশাল মিছিল করলেন ক্ষুব্ধ নেতাকর্মীরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা–২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার সন্ধ্যায় মশাল মিছিল বের করেছেন দলটির ক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা শহরের সঙ্গীতা মোড়ে প্রথমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এরপর সাতক্ষীরা–কালিগঞ্জ মহাসড়ক ঘুরে সদর থানার সামনে দিয়ে পুনরায় সঙ্গীতা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভকারীদের দাবি, এই আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতীকেই মনোনয়ন দিতে হবে। তাঁরা প্রশ্ন তুলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত আব্দুর রউফ কীভাবে মনোনয়ন পেলেন।

এর আগের দিনও একই দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের বক্তব্য, “বহিষ্কৃত নেতা কখনোই দলের মনোনীত প্রার্থী হতে পারেন না। এই মনোনয়ন Grassroot নেতাকর্মীরা মানবে না।”

তাঁদের আরও দাবি, যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয়, আন্দোলন আরও কঠোর হবে।

মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা কামরুল জামান পলাশ, নাসিরউদ্দিন বাবু, কামরুল জামান মামুন, নাসির উদ্দিন পিন্টুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ