প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৭:৪২ পিএম
নড়াইল-২ আসনে ধানের শীষে মনোনয়ন দাবিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে গণমিছিল বের হয়ে রূপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে। এর আগে পথসভায় বক্তব্য দেন- বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।
তিনি বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি প্রতিদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। দলীয় নেতাকর্মীসহ জনসাধারণ আজকের (বৃহস্পতিবার) বিশাল গণমিছিলে অংশগ্রহণ করেছেন। দলীয় মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, বিএনপি নেতা সোহেল রানা লাক্সমি, সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।