• ঢাকা রবিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

বাউফলে অবৈধ ইটভাটা ‘এমএবি ব্রিকস’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৩৪ পিএম

বাউফলে অবৈধ ইটভাটা ‘এমএবি ব্রিকস’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বৈধ কাগজপত্র না থাকা এবং অবৈধভাবে মাটি কেটে ব্যবহারের অভিযোগে ‘এমএবি ব্রিকস’ নামের একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার নুরাইনপুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিবন্ধনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ভাটা কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার প্রমাণ মেলে। এ অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে একজন শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, “অবৈধভাবে মাটি কেটে ভাটায় ব্যবহার করায় ভাটা কর্তৃপক্ষকে জরিমানা ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যদি পরবর্তীতে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারে, তবে আইনগত প্রক্রিয়া মেনে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হবে।”

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ