প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৩৫ পিএম
ফরিদপুরে দরিদ্র ও অসহায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মসুচী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিইআইসি চেয়ারম্যান জালাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আজম, ফরিদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
পরে ৫৭ জন অসহায় ও দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, এখন থেকে জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষাবৃত্তি তোমাদের প্রেরণা। মেধাকে কাজে লাগে সমাজকে এগিয়ে নিতে এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার আহবান জানানো হয়।