• ঢাকা বৃহস্পতিবার
    ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

জামায়াতের শোডাউনে আহত আনারুলের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:০৩ পিএম

জামায়াতের শোডাউনে আহত আনারুলের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি

জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে আহত হয়েছেন আশাশুনি উপজেলার দক্ষিণ বুধহাটার যুবক আনারুল গাজী (৩০)। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তাকে দেখতে তাঁর বাড়িতে যান সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

এর আগে , গত ২২ নভেম্বর দুপুরে সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কায় ফজর আলী (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়।শোডাউনে ধাক্কায় গুরুতর আহত হন আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলামের ছেলে আনারুল গাজী ও ফিংড়ী ইউনিয়নের আকবর সরদারের ছেলে আখতার। সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আনারুলের বাড়িতে গিয়ে কাজী আলাউদ্দীন তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, আনারুলকে আল্লাহ জীবন দিয়েছেন, এটাই বড় কথা। ওই শোডাউনে এত উশৃঙ্খলতা ছিল যে একজন মারা গেলেন, আর আনারুল গুরুতর আহত হলো। আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিচ্ছি। ভবিষ্যতেও তাঁর পাশে থাকব।

এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রবসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ