• ঢাকা রবিবার
    ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

পাবনায় জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৯ জন নারী পুরুষের মাঝে লেপ বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৩৬ পিএম

পাবনায় জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৯ জন নারী পুরুষের মাঝে লেপ বিতরণ

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৯জন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জহুরা ভিলা চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহুরা ফাউন্ডেশন এবং জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (পিজি) নিউরো মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. বাহাদুর আলী মিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠানের আজীবন সদস্য আতাউর রহমান রেজা।

ফাউন্ডেশনের সদস্য সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জহুরা ফাউন্ডেশনের সিইও শায়লা সুলতানা, জহুরা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স এর সম্পাদক আবদুল মান্নান, মালঞ্চী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন নায়েব, আবদুল আজিজ প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর, ডেঙ্গারগ্রাম ও পাবনার শালগারীয়া এলাকার ৮৯ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়।

জহুরা ফাউন্ডেশনের সিইও শায়লা সুলতানা জানান, ২০২০ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণ ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ