• ঢাকা রবিবার
    ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

বাউফলে হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৩৭ পিএম

বাউফলে হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী–২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের নেতৃত্বে মিছিলটি বাউফল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা হামলার ঘটনায় অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদুল আলম তালুকদার বলেন, “দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হচ্ছে। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রোধ করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। তবে জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার রক্ষায় আমরা রাজপথে সোচ্চার থাকবো।”

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ