• ঢাকা মঙ্গলবার
    ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:০৪ পিএম

সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপি‍‍`র হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম এবং স্বতন্ত্র এস এম মুজিবর রহমান।

সাতক্ষীরা-২ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপি‍‍`র মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান ও শেখ মাতলুব হোসেন লিয়ন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবিউল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা-৩ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির আলিফ হোসেন, বিএনপির কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র এমএ আসাফউদ্দৌলা খান, মোঃ শহিদুল আলম, আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী।

সাতক্ষীরা-৪ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, বিএনপি‍‍`র মোঃ মনিরুজ্জামান, জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র মোঃ আব্দুল ওয়াহেদ।

এদিকে, ৪ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩৩ জন প্রার্থী। ৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন- বিকাল ৫ টা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র জমা নিয়েছি। এ পর্যন্ত ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আর্কাইভ