প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:০৮ পিএম
ঝালকাঠিতে মনেোনয়ন পত্র জমা দিয়েছেন ২৫জন। এরমধ্যে ঝালকাঠি-১ আসনে ১৫জন ও ঝালকাঠি-২ আসনে ১০জন। এরমধ্যে স্বতন্ত্র-৬ জন, বিএনপির-২জন, জামায়াতের-২জন, জাতীয় পার্টির -২ জন, ইসলামী আন্দোলনের -২জন, এনসিপির-১জন, লেবার পার্টির-১জন, জনতাদলের-১জন, জেপির-২জন, জাসদ-২জন, গনঅধিকার পরিষদের-২জন, এবি পার্টির-১জন রয়েছেন।
ঝালকাঠি-১ আসনে কেন্দীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল , জেলা জামায়াতের সদস্য ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সম্পাদক ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহামুদা মিতু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) গোলাম আজম সৈকত, কেন্দীয় জাতীয় পার্টি নেতা কামরুজ্জামান খান, জাতীয় পার্টি জেপি সিনিয়র যুগ্ম মহাসচিব এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র ( বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গন অধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল হোসেন মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র ( বিএনপি) মেজর সাব্বির আহমেদ ।
ঝালকাঠি -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের কেন্দীয় নেতা সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির কেন্দীয় নেতা শেখ জামাল হোসেন, জাতীয় পার্টির কেন্দীয় নেতা এম এ কুদ্দুস খান, জাসদ (জেএসডি) মাসুদ পারভেজ, এনপিপি ফোরকান হোসেন, গন অধিকার পরিষদের মাইনুল ইসলাম সাগর ও মো. নুরুদ্দীন সরদার (স্বতন্ত্র) ও সৈয়দ রাজ্জাক আলী (স্বতন্ত্র)
জেলার দুটি আসনে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।