প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:১৯ পিএম
সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)–এর দিকনির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান (পিপিএম)–এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, আগরদাড়ি মাঝেরপাড়া এলাকার ছাকাওয়াত উল্লাহ (৫৫), রইচপুর এলাকার মো. মোতাহার (৪৮) ও মো. মনিরুল ইসলাম এবং কামালনগর এলাকার ফারুক হোসেন (৩৫)। তাঁরা সবাই সাতক্ষীরা সদর থানার বিভিন্ন মামলার পলাতক আসামি।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিধি অনুযায়ী পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।