• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মেয়েকে ওষুধ খাওয়ানো হলো না খাদিজার

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৪:৫০ পিএম

মেয়েকে ওষুধ খাওয়ানো হলো না খাদিজার

মাগুরা প্রতিনিধি

তিন বছরের অসুস্থ কন্যা শিশু মীমকে নিয়ে গিয়েছিলেন ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তবে সে ওষুধ আর খাওয়ানো হলো না মেয়েকে। তার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাড়ি জমালেন পরপারে।

ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর এলাকায়। তবে সুস্থ আছেন শিশু মীম মোটরসাইকেল চালক আকবর হোসেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন (২২) রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা গেছে, খাদিজা খাতুন সকালে পাশ্ববর্তী নহাটা বাজার গিয়ে তার তিন বছরের মেয়েকে ডাক্তার দেখান। পরে বিনোদপুর-নহাটা সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে আত্মীয় আকবর হোসেনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। সময় নহাটাগামী ট্রাককে সাইট দেয়ার সময় পেছন থেকে পড়ে যান খাদিজা। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

টিআর/নির্জন

আর্কাইভ