• ঢাকা বুধবার
    ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

জুনে সীমিত পরিসরে স্কুল কলেজ খোলার প্রস্তুতি

প্রকাশিত: মে ২৪, ২০২১, ১২:৩১ পিএম

জুনে সীমিত পরিসরে স্কুল কলেজ খোলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের প্রকোপ কমে আসা সাপেক্ষে আগামী জুন মাসের যেকোনো সময় স্কুল-কলেজ খোলার প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা ও উপজলা শিক্ষা অফিসের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ অবস্থা জানাতে বলা হয়েছে। কেননা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে হলে কমপক্ষে আড়াই থেকে তিন মাস সশরীরে ক্লাস করাতে হবে পরীক্ষার্থীদের। সেই লক্ষে জুনের মধ্যে অন্তত পরীক্ষার্থীদের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান সীমিতে পরিসরে খুলে দেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এর আগেই অবশ্য শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে যে, চলতি বছরে বিনা পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে পাস (অটোপাস) দেয়ার চিন্তা নেই। যেকোনোভাবেই হোক সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। আর এ জন্যই স্কুল-কলেজের শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষাদের ক্লাস করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান খুলে দেয়ার যদি ঘোষণা দেয়া হয় তাহলে সেগুলো সেভাবে প্রস্তুত রয়েছে কিনা সে বিষয়টিও জানাতে বলা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে টিকাদান চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তা-ভাবনা রয়েছে সরকারের।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলাকালে অনলাইনে, সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এ ছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি। বন্ধ থাকা অ্যাসাইনমেন্ট শিগগিরই চালু করা হবে।

গত বছর ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে এ বছরের ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

এমআর/সবুজ/এএমকে
আর্কাইভ