• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যশোরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফারজানা জেসমিন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৩:২৯ এএম

যশোরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফারজানা জেসমিন

সিটি নিউজ ডেস্ক

যশোর জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন ফারজানা জেসমিন রেহানা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর জন্য উপজেলা ও জেলাপর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাকে নির্বাচিত করা হয়েছে। তিনি যশোর সদর উপজেলার আদর্শ আয়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

ফারজানা জেসমিন রেহানা যশোর সদরের বাহাদুরপুর গ্রামের রফিউদ্দিন আহমেদ ও ফজিলাতুন নেছা দম্পতির সন্তান। তার স্বামী একেএম শরিফুল আনাম সদর উপজেলার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

২০০০ সালের ৬ জানুয়ারি যশোর সদর উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ফারজানা জেসমিন রেহানা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০১ সালে সিইনএড ডিগ্রি, ২০১২ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও ২০১৬ সালে এমএড ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৫ ও ২০২২ সালে উপজেলা এবং জেলাপর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পদকপ্রাপ্ত হন।

 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ