• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

দ্বিতীয় পর্যায়ে ৪০তম বিসিএসের ভাইভা শুরু

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ১১:৪৭ এএম

দ্বিতীয় পর্যায়ে ৪০তম বিসিএসের ভাইভা শুরু

সিটি নিউজ ডেস্ক

দ্বিতীয় পর্যায়ের ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ( নভেম্বর) থেকে শুরু হয় এই পরীক্ষা। চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১৯ সেপ্টেম্বর, যা চলে ১১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ জানান, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ভাইভা আজ শুরু হয়েছে। এতে সাধারণ, কারিগরি পেশাগত ক্যাডারের হাজার ৯৭৪ জন অংশ নেবেন।

এর আগে শুধু সাধারণ ক্যাডারের হাজার ৪৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।

নূর/এএমকে

আর্কাইভ