 
              প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৮:৩০ পিএম
 
                 
                            
              বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ‘সিঙ্গাইর মসজিদ’। বাগেরহাটে অবস্থিত মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী। এটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। কথিত আছে মন্দির ভেঙে এটি মসজিদে রূপান্তরিত করা হয়।

মসজিদের বাইরের আস্তরবিহীন দেয়ালগুলো গড়ে ২.১০মিটার পুরুত্ব। পূর্ব দেয়ালে তিনটি খিলান দরজা এবং উত্তর ও দক্ষিণ দেয়ালের প্রতিটিতে একটি খিলান দরজা আছে। পূর্ব দেয়ালের মাঝের খিলানটির আকার অন্যগুলোর চেয়ে বড়।

ভিতরে পশ্চিম দেয়ালের মাঝামাঝি অংশে দুপাশে দুটি কুলঙ্গিসহ একটি অবতল মিহরাব আছে। অনুরূপ কুলঙ্গি উত্তর ও দক্ষিণের দরজাগুলোর দুপাশেও আছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      