• ঢাকা বুধবার
    ১৫ মে, ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১

যাদেরকে বুস্টার ডোজ দেয়ার পরামর্শ জাতীয় কমিটির

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ১১:০৯ পিএম

যাদেরকে বুস্টার ডোজ দেয়ার পরামর্শ জাতীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রণঘাতী করোনার নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি। পরামর্শক কমিটির ৪৯তম সভায় এই পরামর্শ দেয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাদেরকে এই টিকা দিতে বলা হয়েছে তারা হলেন— ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার অর্থাৎ যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন। 

পরামর্শক কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিডের টিকার বুস্টার ডোজ দেয়ার বিষয়ে জাতীয় কমিটির কাছে মতামত চেয়েছিলেন। সে অনুযায়ী কমিটি বৈঠক করে তাদের সুপারিশ জানিয়ে দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এও জানান, চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেয়া শুরু হবে।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ