• ঢাকা সোমবার
    ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি জোটের আত্মসমর্পণ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১০:৫২ এএম

প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি জোটের আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

হুথি আনসারুল্লাহ যোদ্ধারা ও তাদের সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের মা’রিব প্রদেশমুক্ত করতে সক্ষম হয়েছে। কৌশলগত এ প্রদেশটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সামরিক অগ্রাভিযান অব্যাহত রাখার প্রেক্ষাপটে হুথিদের হাতে এই বিজয় এলো।

স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, গত ২৩ সেপ্টেম্বর হুথি যোদ্ধারা ও ইয়েমেনি সেনারা ১৪টি জেলার মধ্যে ১০টি মুক্ত করতে সক্ষম হয়েছে। এর এক দিন পর মা’রিব প্রদেশের দক্ষিণাংশে অবস্থিত আল-আবদিয়া জেলায় মোতায়েন সৌদি জোটের সমস্ত সেনা হুথি যোদ্ধা ও ইয়েমেনি সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

ইয়েমেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ার মধ্যে দেশটির সামরিক বাহিনী বেশ কয়েকদিন প্রচণ্ড লড়াইয়ের পর অত্যন্ত দ্রুতগতিতে এসব জেলা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। হুথি যোদ্ধা ও ইয়েমেনি সেনাদের এই বিজয়ে সৌদি জোটের আগ্রাসী সেনারা অনেকটা হতোদ্যম হয়ে পড়েছে।

এদিকে, ইয়েমেনের বহু উপজাতি নেতা, রাজনৈতিক, সামাজিক ও সামরিক নেতৃত্ব সানাভিত্তিক হুথি সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খুলেছে।

শামীম/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ