• ঢাকা সোমবার
    ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তুর্কি ড্রোন বায়রাক্তার টিবি২ কিনবে পোল্যান্ড

প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৭:০০ পিএম

তুর্কি ড্রোন বায়রাক্তার টিবি২ কিনবে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো ইউরোপের দেশ পোল্যান্ড তুরস্কের সশস্ত্র ড্রোন কিনতে যাচ্ছে। শনিবার (২২ মে) পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। তুরস্কের কাছ থেকে ২৪টি বায়রাক্তার টিবি২ সশস্ত্র ড্রোন কেনা হবে।  

বায়রাক্তার টিবি২ নামের ড্রোনটি আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাংকবিধ্বংসী মিসাইল যুক্ত থাকবে।  

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউসুজ ব্লাজচেক বলেন, ‘নিকট অতীতে তুর্কি ড্রোনগুলো যুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। তুরস্কের কাছ থেকে ড্রোন, প্রয়োজনীয় মিসাইল মেরামত সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে।’

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার আগামী সপ্তাহে তুরস্ক সফরের সময় অস্ত্র ক্রয়ের চুক্তিটি স্বাক্ষরিত হবে।

পশ্চিমা অস্ত্রের নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর উদ্যোগের ফলে তুরস্ক দেশটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে।

তুরস্কের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়াকার এই ড্রোনটি সাম্প্রতিক সময়ের কয়েকটি যুদ্ধে আশানুরূপ দক্ষতা দেখিয়েছে। আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের গতিপ্রকৃতি পরিবর্তন করে দেয়। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের পক্ষে অংশ নিয়ে হাফতার বাহিনীকে পিছু হটিয়ে দেয় বায়রাক্তার টিবি২।

তুরস্ক এরই মধ্যে বায়রাক্তার টিবি২ ড্রোন ইউক্রেন, কাতার লিবিয়ার কাছে বিক্রি করেছে। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান জানান, সৌদি আরবও ড্রোন কিনতে আগ্রহী।

সাদাত/এম. জামান/২৪ মে

 

 

 

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ