প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৭:০৬ পিএম
ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ঘোষণা
দিয়েছে সিঙ্গাপুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে
করোনাভাইরাসের টিকা নেওয়া পর্যটকদের
সিঙ্গাপুর ভ্রমণে কোনো কোয়ারেন্টিনের প্রয়োজন
পড়বে না। নতুন এই
নিয়মে ১২ বছর বা
তার কম বয়সী শিশুরাও
অন্তর্ভুক্ত।
জানা
গেছে, সিঙ্গাপুর সীমান্ত ফের চালু করার
বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নতুন নিয়মে নির্দিষ্ট
কোনো ফ্লাইটে পর্যটকদের সেখানে যেতে হবে না।
এমনকি সেখানে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে
দিতে হবে না অ্যান্টিজেন
র্যাপিড টেস্টও।
তবে
কোয়ারেন্টিনের প্রয়োজন না হলেও যেখান
থেকে তারা রওনা হচ্ছেন
সেখানকার একটি করোনা টেস্ট
রিপোর্ট দেখাতে হবে পর্যটকদের। এ
ছাড়া দৈনিক আগমনের সংখ্যা এবং টিকা নেওয়া
পর্যটকদের জন্য আর কোনো
কোটা থাকবে না।
এনএম/এফএ