• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

রাস্তার পাশে পার্টিতে ট্রাকচাপা, নিহত ৬

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ১১:১৪ এএম

রাস্তার পাশে পার্টিতে ট্রাকচাপা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডসে রাস্তার পাশে পার্টি চলাকালে ট্রাকচাপায় ছয় জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিয়েইউ বেইজেরল্যান্ডে এ ঘটনা ঘটেছে। রোববার (২৯ আগস্ট) বিষয়টি জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে সাত জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানী রটারডাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটে। সেখানে একটি মাঠে পার্টি চলছিল। এ সময় একটি ট্রাক সেই পার্টিতে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার আসল কারণ এখনও জানতে পারেনি। ওই ট্রাকের চালকের বয়স ৪৬ বছর। তিনি স্পেনের বাসিন্দা। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই চালক মাতাল ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেটিও জানায়নি পুলিশ। তবে স্পেনের দ্য ভেরডাড পত্রিকা জানিয়েছে, একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

 

এআরআই

আর্কাইভ