• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার বিরুদ্ধে ‍‍`কঠোর পদক্ষেপ‍‍` নেয়ার হুমকি জেলেনস্কির

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৮:১৬ এএম

রাশিয়ার বিরুদ্ধে ‍‍`কঠোর পদক্ষেপ‍‍` নেয়ার হুমকি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার সতর্কতা জারি করেছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনে কথা বলেছেন জেলেনস্কি।

তিনি বলেছেন, অস্ত্রের মুখে যদি ভুয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল বিচ্ছিন্ন করে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয় তাহলে খুবই কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন জেলেনস্কি।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার বলেন, ‍‍`শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবেন।‍‍`

এর জবাবে বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এসব ভোট মূল্যহীন এবং এগুলো বাস্তবতা পরিবর্তন করবে না। যদি রাশিয়া এসব গণভোটের স্বীকৃতি দেয় তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই ফোন কলের পর ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর একটি বিবৃতি দেয়। কিন্তু বিবৃতিতে পুতিনের ‘শুক্রবারের ডিক্রির’ ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

 

এসএএস

আর্কাইভ