
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ১০:৪৩ পিএম
ভারতের সিকিমে সেনা বহনকারী ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনীর ১৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সেনাসদস্য বহনকারী ওই ট্রাকটি এক গিরিখাতে পড়ে গেলে ওই ১৬ জন মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী বিবৃতিতে প্রতিবেদনে বলা হয়, সেনা বহনকারী তিনটি ট্রাকের একটি বহর উত্তর সিকিমের খাঁড়া ঢাল বেয়ে নামার সময় পিছলে খাদে পড়ে যায়। এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং বাকি ১৩ জন সৈনিক। এ ছাড়াও এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৩ টি ট্রাকের ওই বহর শুক্রবার সকালে উত্তর সিকিমের ছাতেন থেকে দাঙ্গুর দিকে যাচ্ছিল। পথিমধ্যে জেমা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। ঘটনাস্থল থেকে ৪ জন আহত সৈনিককে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার ও ১৩ জন সৈনিক নিহত হয়েছেন।’
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা টুইটে রাজনাথ সিং বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জাতি তাদের আত্মত্যাগ এবং দেশের প্রতি তাদের নিবেদনের কারণে কৃতজ্ঞ। শোকাহত পরিবারগুলো প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এআরআই/এএল
![]() | ![]() ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() ![]() | ![]() ![]() | |||
![]() |
| ![]() |