• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত- দাবি ইউক্রেনের

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০২:১৮ এএম

ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত- দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রকেট হামালা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। তাদের দাবি, কয়েকশত রুশ সৈন্যকে হত্যা করেছেন তারা। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, নিহত রুশ সৈন্যের সংখ্যা প্রায় ৪০০ হতে পারে। এ সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। দোনেৎস্কের রুশ-সমর্থক কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করেছে, তবে খবরে প্রকাশিত সংখ্যাগুলো নিশ্চিত করেনি।

রুশ অধিকৃত মাকিইভকা শহরে একটি স্কুল ভবনে – যা রুশ সৈন্যরা একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল– ইউক্রেনীয় রকেটটি সেখানে আঘাত হানে।

একজন রুশ কর্মকর্তা বলেছেন,  ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার হিমার্স রকেট দিয়ে আক্রমণটি চালানো হয় এবং এটি ছিল এক বড় আঘাত।

দোনেৎস্কের একজন রুশ সমর্থক কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, নতুন বছর শুরুর দিনে মধ্যরাতের দু’মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, আক্রমণে হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে।

কিছু রুশ ভাষ্যকার এবং ব্লগার আক্রমণের কথা স্বীকার করেছেন, তবে তারা আভাস দেন যে নিহতের সংখ্যা যত দাবি করা হচ্ছে তার চেয়ে কম।

রুশ অনুষ্ঠান উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, অনেক প্রাণহানি হয়েছে, তবে তা ‘৪০০-র ধারেকাছেও নয়।’ ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে তাদের আক্রমণে ৪০০ নিহত ছাড়াও আরো ৩০০ জন আহত হয়েছে।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ