 
              প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:০৩ পিএম
 
                 হোলি উৎসবে গিয়ে হয়রানির শিকার জাপানি তরুণী। ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে হোলি উৎসব চলার সময় হেনস্তার শিকার হওয়া সেই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। তিনি কোনো অভিযোগ দায়ের না করলেও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার হোলি উৎসব চলার সময় একদল পুরুষ ওই জাপানি তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।
আরিয়ানএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      