• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গাড়ি তুষারে আটকা ছয় দিন, যা খেয়ে বেঁচে ছিলেন বৃদ্ধ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৮:০০ পিএম

গাড়ি তুষারে আটকা ছয় দিন, যা খেয়ে বেঁচে ছিলেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারী তুষারের মাঝে গাড়ি নিয়ে আটকা পড়েন ৮১ বছর বয়সী এক বৃদ্ধ। চারপাশে হিমশীতল তুষার, কোনো জনমানবের দেখা নেই। এমন পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ আটকে ছিলেন তিনি। আর এই সময় সঙ্গে থাকা চকলেট, স্ন্যাকস ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন এই বৃদ্ধ।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। ওই বৃদ্ধের নাম জেরি জুরেট। তিনি গণিতবিদ ও নাসার সাবেক কর্মকর্তা।

সিএনএন –এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরি ক্যালিফোর্নিয়ার বিগ পাইনে একটি পাহাড়ি বাড়িতে থাকেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি পরিবারের সঙ্গে দেখা করতে নেভাদার গার্ডনারভিলের উদ্দেশ্যে রওনা করেন। আবহাওয়া ভালো থাকলে গাড়ি চালিয়ে মাত্র তিন ঘণ্টায় এখানে পৌছাঁনো যায়। কিন্তু রওনা দেয়ার ৩০ মিনিটের মধ্যে তুষার ঝড়ের কারণে জেরি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি গাড়ি নিয়ে একটি সরু পথের ধারে স্নোব্যাংকে আটকা পড়েন।  

সারা রাত তুষার ঝড়ের কারণে জেরিতে গাড়িতেই রাত কাটাতে হয়েছিল। তাপমাত্রাও দ্রুত নেমে যেতে থাকে। এই হিমশীতল রাতে উষ্ণতার জন্য তাঁর কাছে উইন্ডব্রেকার ও একটি তোয়ালে ছাড়া আর কিছুই ছিল না। তাই ন্যূনতম গ্যাস ও ব্যাটারি ব্যবহার করে তিনি গাড়ির ভেতরেই ছিলেন। নিজের সঙ্গে থাকা চকলেট, স্ন্যাকস ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন। পানির তৃষ্ণা পেলে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে তুষার খেয়ে নিতেন।

 

/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ