 
              প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৫:১৮ পিএম
-(98)-20230427051807.jpg) 
                 ছবি: সংগৃহীত
কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে নরওয়ের ১০ কূটনীতিক বহিষ্কার করেছে রাশিয়া। মস্কোয় নরওয়ে দূতাবাসের ওই ১০ কূটনীতিককে অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে কূটনীতিক বহিষ্কারের কথা জানিয়েছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিএনএনের।
গুপ্তচরবৃত্তির অভিযোগে চলতি মাসের মাঝামাঝি রুশ দূতাবাসের ১৫ কর্মীকে বরখাস্ত করে নরওয়ে। এ ঘটনায় নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় মস্কো। কূটনীতিক বরখাস্তে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তলানির দিকে নিয়ে যাবে বলে উল্লেখ করেন দেশটির কর্মকর্তারা।
বুধবার (২৬ এপ্রিল) নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাগনহিল্ড সিমেনস্টাড এক বিবৃতিতে বলেন, মস্কোয় নরওয়ের রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দূতাবাসে ১০ কূটনীতিক রাশিয়ায় থাকার যোগ্য নন। তাদের অবশ্যই অল্প সময়ের মধ্যে রাশিয়া ত্যাগ করতে হবে।
মুখপাত্রের রাগনহিল্ডের মতে, প্রতিশোধের নিতেই নরওয়ের কূটনীতিকদের বরখাস্ত করেছে রাশিয়া। তার ভাষায়, ‘রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এটি প্রতিশোধমূলক পদক্ষেপ। রুশ কর্তৃপক্ষ ভালো করেই জানেন, আমাদের কূটনীতিকরা তাদের নিজেদের স্বাভাবিক কাজটিই করে যাচ্ছেন।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এর মিত্র দেশগুলো বিভিন্ন কারণ দেখিয়ে বহু রুশ কূটনীতিক বহিষ্কার করেছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মস্কোয় থাকা অনেক কূটনীতিক বহিষ্কার করে রুশ কর্তৃপক্ষ। 
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      