 
              প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৩:০২ এএম
---2023-05-08T210145626-20230508150215.jpg) 
                 ছবি: সংগৃহীত
ট্যাংকের স্বল্পতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ট্যাংকও ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে রাশিয়া। এমনটাই উঠে এসেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি চলতি বছরের মার্চে করা এক ভিডিওর আলোকে এমনটা দাবি করেছে।
রাশিয়ার জাদুঘরে থাকা ট্যাংকের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের টি-৫৫এস অন্যতম। মার্চে করা ওই ভিডিও থেকে দেখা গেছে, রাশিয়া দুটি ট্রেনে করে এসব ট্যাংক ইউক্রেনের দিকে নিয়ে যাচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ১৯৪৮ সালে প্রথমবারের টি-৫৫এস মেইন ব্যাটল ট্যাংক মাঠে নামায় রাশিয়া। এর পর তা দেশটির সশস্ত্রবাহিনীতে যুক্ত ছিল স্নায়ুযুদ্ধ অবসান হওয়া পর্যন্ত। এই সিরিজের ট্যাংকের তিনটি প্রধান ধরণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, লাইট, মিডিয়াম এবং হেভি। সিএনএন-এর দেয়া তথ্যানুসারে সোভিয়েত রাশিয়া টি-৫৫ সিরিজের বিভিন্ন মডেলের প্রায় ১ লাখ ট্যাংক উৎপাদন করেছিল।
মিসর থেকে শুরু করে চীন হয়ে সুদান পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ এই ট্যাংকগুলো এখনো ব্যবহার করছে। তবে রাশিয়া মোটামুটি স্নায়ুযুদ্ধের পরপরই এ ধরণের ট্যাংক ব্যবহার বন্ধ করে দেয়।
                      
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      