 
              প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৫:০১ পিএম
-20230519050140.jpg) 
                 
                            
              পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের জাতীয় জীবনে দুর্যোগ আসন্ন। এ অবস্থায় দেশের ৭০ শতাংশই পিটিআইয়ের পক্ষে রয়েছে দাবি করে তিনি বলেছেন, শিগগির নির্বাচন দিন, নইলে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে।
বুধবার (১৭ মে) এক জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও ভাষণে ইমরান খান এ দাবি করেন।
রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তান। পিটিআই চেয়ারম্যানকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের নানা তৎপরতা আর ইমরান সমর্থকদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত দেশটির রাজনীতির মাঠ। প্রায় প্রতিদিনই দ্রুত নির্বাচনের দাবিতে বক্তব্য দিচ্ছেন ইমরান খান।
 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেছেন, তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দেয়া হয়েছে।
ডয়েচে ভেলেকে তিনি বলেছেন, ‘আমার দলের সাড়ে ৭ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের সব জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তো, আসলে কী ঘটতে যাচ্ছে? আমি জানি না। তবে আমি আশঙ্কা করছি আমাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে।’  
আল জাজিরাকে ইমরান খান বলেন, ‘এসব কিছুই করা হচ্ছে আমার দলকে ভেঙে ফেলতে এবং আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি তা নিশ্চিত করতে। এসব কারণেই সবকিছু ঘটছে।’  
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      