 
              প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৯:০০ পিএম
 
                 
                            
              জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে সম্পৃক্ততা ও হত্যাসহ নানা অপরাধের দায়ে ২৩ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন লিবিয়ায় একটি আদালত। এছাড়া ১৪ জঙ্গিকে যাবজ্জীবন এবং ১৪ জঙ্গিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (৩০ মে) এ রায় ঘোষণা করা হয়েছে। খবর এএফপির।
দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আদালত পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন। আর বিচার চলার সময় তিনজনের মৃত্যু হয়েছে।
লিবিয়ায় ২০১১ সালে গণঅভ্যুত্থান হওয়ার সুযোগে আইএসের লিবিয়া শাখা ব্যাপক তৎপর হয়ে ওঠে। তারা ২০১৫ সালে ত্রিপোলির একটি হোটেলে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে। এর আগে আইএস জঙ্গিরা বেশ কয়েকজন মিসরীয় খ্রিষ্টানকে হত্যা ও অপহরণ করে। এসব হত্যাকাণ্ডের ঘটনা ভিডিওতে ধারণ করে প্রচারও করা হয়।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      