 
              প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৩:০০ এএম
 
                 
                            
              প্রেমিকাকে হত্যা করে বাড়ির পানির ট্যাংকে মরদেহ লুকিয়ে রেখেছিলেন প্রেমিক। শুক্রবার (৯ জুন) অভিযুক্ত প্রেমিকের নির্মাণাধীন বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে,  শুক্রবার উত্তর প্রদেশের যমুনাপার করছনা থানার অধীন মহেওয়া এলাকায় প্রেমিক অরবিন্দের বাড়ি থেকে তার প্রেমিকা রাজ কেসারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
                      
স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিশ্বজিৎ সিং বলেন, প্রায় ১৫দিন আগে অরবিন্দ তার প্রেমিকাকে হত্যা করেছে। এরপর তিনি মরদেহ তার বাড়ির ট্যাংকে লুকিয়ে রাখে।
সিং বলেন, গত ৩০ মে কেসারের পরিবার তার নিখোঁজ মামলা করেন। এরপর কেসারের ফোনের রেকর্ড চেক করে  পুলিশ অরবিন্দকে হেফাজতে নেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্বীকারোক্তি অনুসারে পুলিশ অরবিন্দের বাড়ির ট্যাংক থেকে কেসারের মরদেহ উদ্ধার করে।
 
তিনি বলেন, উদ্ধারের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      