 
              প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ১০:১৭ পিএম
 
                 
                            
              সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছেন। রোববার (১১ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১৩ জুন) রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন বাহিনী অবশ্য এখনও দুর্ঘটনার কারণ প্রকাশ করেনি।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনার পর আহত ১০ জন সেনা সদস্যকে ওই অঞ্চলের বাইরে ভালো চিকিৎসা সেবা সম্পন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
                      
তিনি আরও বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে শত্রুদের কোনও গোলাগুলির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
 
সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে। আর এ সেনাদের বেশিরভাগই ইসলামিক স্টেটের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে দেশটির পূর্বাঞ্চলে অবস্থান করছে।
চলতি বছরের মার্চ মাসে সিরিয়ায় হামলা এবং পাল্টা হামলার ২৫ মার্কিন সেনা আহত হয়েছিল। সে সময় একজন মার্কিন ঠিকাদার নিহত এবং অন্য একজন আহত হয়েছিলেন।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      