• ঢাকা শুক্রবার
    ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রুশ নৌবহরে যুক্ত হচ্ছে আরও ৩০টি যুদ্ধজাহাজ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৭:২২ পিএম

রুশ নৌবহরে যুক্ত হচ্ছে আরও ৩০টি যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রুশ নৌবহরে যুক্ত হচ্ছে আরও ৩০টি যুদ্ধজাহাজ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে মস্কোর নৌ শক্তি বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসের প্রতিবেদনে জানা যায়, রোববার (৩০ জুলাই) রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে আয়োজিত এক কুচকাওয়াজে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই তিনি আরও ৩০টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত হওয়ার ঘোষণা দেন। এ জাহাজগুলো ধাপে ধাপে বহরে যুক্ত করা হবে বলে জানান তিনি।

এর আগে রুশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ ঘুরে দেখেন পুতিন। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ।

কুচকাওয়াজে রুশ নৌবাহিনীর প্রায় তিন হাজার সদস্য অংশ নেন। এছাড়া পুতিনের আমন্ত্রণে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন আফ্রিকার বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

দিবসটি উপলক্ষে সেন্ট পিটার্সবার্গের নেভা নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌ প্রদর্শনীর। এতে রুশ নৌবাহিনীর পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনসহ ৪৫টি যুদ্ধজাহাজ অংশ নেয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ