 
              প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৬:০৯ পিএম
-20230826060933.jpg) 
                 ছবি: সংগৃহীত
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (২৬ আগস্ট) ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। খবর এনডিটিভির।
প্রাথমিকভাবে জানা গেছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তর প্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগুন লাগা ট্রেনটি একটি পর্যটকবাহী ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
মাদুরাই জেলার কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, ট্রেনে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং বগি থেকে পোড়া মরদেহ বের করে আনেন।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      