 
              প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৬:০১ পিএম
-20231006060105.jpg) 
                 ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।
শুক্রবার ( ৬ অক্টোবর) মুম্বাইয়ের গোরেগাও শহরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গোরেগাও শহরে একটি সাততলা ভবনে ভয়াবহআগুন লেগেছে। এতে ৬ জন নিহত হয়েছেন। নিহত ৬ জনের মধ্যে ৫ জন নারী এবং একজন পুরুষ। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৪০ জন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ২৮ জন নারী এবং একজন শিশু রয়েছে।
দুর্ঘটনায় আহতদের মুম্বাইয়ের এইচবিটি ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহানমুম্বাই মিনিউসিপাল করপোরেশন জানিয়েছে, ভোর ৩টার দিকে গোরেগাও এর পশ্চিম আজাদ নগরের জয় ভবানী বিল্ডিংয়ে আগুন লাগে। আহতদের জুহুর যোগেশ্বরী এবং কুপার হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      