• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৭:২৮ পিএম

ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

কৃষ্ণ সাগর ও ক্রিমিয়ার আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর তাসের।

মন্ত্রণালয় জানায়, ৭ নভেম্বর রাতে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পাঠানো ইউক্রেনের বিভিন্ন ড্রোন ধ্বংস করা হয়েছে। ফলে কিয়েভ সরকারের রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তারা আরও জানায়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণ সাগর জলসীমার এবং ক্রিমিয়া প্রজাতন্ত্র অঞ্চলের আকাশে মনুষ্যবিহীন ১৭টি আকাশযান ঠেকিয়ে দিয়েছে।

আর্কাইভ