 
              প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:১৫ পিএম
-20231226061547.jpg) 
                 ছবি: সংগৃহীত
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির ১০ হাজারেরও বেশি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ৫৫৮টি বিমান, ২৬১টি হেলিকপ্টার, ১০ হাজার ৪০টি ড্রোন, ৪৪২টি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ১৪ হাজার ২৯৯টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ১৮৯টি রকেট লঞ্চার, ৭ হাজার ৪৭৯টি কামানের গোলা ও মর্টার এবং ১৬ হাজার ৬৬০ ইউনিট বিশেষ ট্যাকটিক্যাল যান ধ্বংস করা হয়েছে।
এদিকে রোববার (২৪ ডিসেম্বর) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন।
অন্যদিকে, পূর্বাঞ্চলীয় শহর হরলিভকাতে রাশিয়ার মোতায়েন করা কর্মকর্তারা বলেছেন, কিয়েভে হামলায় একজন নিহত হয়েছেন।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      