 
              প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩৩ পিএম
 
                 
                            
              ভারতের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, দেশটিতে সংখ্যালঘু নির্যাতন, সরকারের সমালোচকদের চাপ প্রয়োগ ও হয়রানি করা হচ্ছে।
গেল বছরের মাঝামাঝি থেকে উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত হতাহত হয়েছে বহু লোক।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি তুলে ধরা হয়। রাজ্যটিতে সংখ্যালঘুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় এতে। এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে ভারতজুড়ে সংখ্যালঘু, সাংবাদিক এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতনের প্রমাণ আছে বলেও জানানো হয়।
এতে আরও বলা হয়, ভারতের অন্যান্য অংশেও সরকার ও এর সমর্থকরা সরকারের সমালোচকদের চাপ সৃষ্টি ও হয়রানি করেছে। উদাহরণ হিসেবে বলা হয়, ২০২৩ সালে বিবিসির ভারতীয় অফিসে আয়কর বিভাগের তল্লাশির বিষয়টি। নরেন্দ্র মোদিকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রকাশের পর বিবিসির অফিসে এ অভিযান চালানো হয়।
প্রতিবেদনজুড়েই ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। বলা হয়, এর আগে কখনো দেশটির অবস্থা এতোটা খারাপ ছিল না।
এর আগে, ২০২৩ সালে প্রতিবেদন প্রকাশের পরপরই একে ভ্রান্ত তথ্যসম্বলিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল নয়াদিল্লি। যদিও ওয়াশিংটনের এবারের মানবাধিকারবিষয়ক প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মোদি সরকার
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      