
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:২৫ পিএম
জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন কনজারভেটিভ নেতা ফ্রেডরিখ মার্জ। প্রথম দফার ভোটে ব্যর্থ হয়ে এবার দ্বিতীয় দফার ভোটাভুটিতে জার্মানির সংসদ তাকে বেছে নিয়েছে। আল-জাজিরা
মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার গোপন ব্যালটে মার্জ ৩২৫ ভোট পেয়েছেন। যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩১৬ ভোট। এর আগে সোমবার অনুষ্ঠিত প্রথম দফায় তিনি পেয়েছিলেন ৩১০ ভোট।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জার্মানির জাতীয় নির্বাচনে ফ্রেডরিখ মার্জের (৬৯) নেতৃত্বাধীন সিডিইউ/সিএসইউ ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দলটির সবচেয়ে খারাপ ফলাফল।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে তাদের অন্তত একটি অংশীদার দরকার ছিল। সোমবার তারা মধ্য-বামপন্থি এসপিডির সঙ্গে জোট গড়ার চুক্তি করে।